তিনটি কবিতা
–শাহীনুর ইসলাম
বর্বর
ঈশ্বরের কাছে ছিল নিবিষ্ট প্রার্থনা—
কোনোই অর্থ না,
মানুষের কুসুম-কোমল মন বর চাই বর।
ঈশ্বর বুঝি-বা বুঝলেন ‘অর্থহীন বর’
অর্থের মানুষ তাই রইলো বর্বর।
‘বর বাদ চাই’ বলে কোনো প্রতিবাদ
শুনলেন না ঈশ্বর, সব বরবাদ।
স্রষ্টার স্রষ্টা
সৃষ্টি শেষে শিল্পী মরে গেলে
সৃষ্টি নিজে সৃষ্টি হতে থাকে
রক্তবীজের মতন,
সৃষ্টি শেষে ঈশ্বর যেমন মরে যায়
আবার হতেই থাকে জন্ম তার সৃষ্টির ভেতরে।
সৃষ্টি তাই স্রষ্টারও স্রষ্টা।
অক্ষরবৃত্ত
অক্ষরের বৃত্তে শুধু যে অক্ষর
একটানে মিলেছে বৃত্ত বরাবর
কেন্দ্রে তার গোলক ঈশ্বর
জলছাপে এঁকেছেন নির্জন স্বাক্ষর;
সেই ছাপে এক মাপে এমন সাক্ষর
ধাপে ধাপে খাপে খাপে প্রতিটা অক্ষর।
copyright © 2017 by the poet
Be the first to comment