নষ্টোদ্ধার
–শাহীনুর ইসলাম
অনেক তো ভেজালে হে বৃষ্টি মাঠ ঘাট
শুকনো জমিন বন বনানী প্রান্তর,
উছলে দিলে পুকুর নদী খাল বিলে
হাজার বছর ধরে কখনো স্বেচ্ছায়
কখনো খামখেয়ালীপনার ওজরে।
এবার তবে ভেজাও আমার হৃদয়
পূর্বপুরুষদের যেমন ভিজিয়েছো
বেহুঁশ আনন্দে, দিয়েছো যে অবসর
গান রচনার, বিরহ বিধুর সুরে
দুঃখ ভাসিয়ে দেবার দরাজ গলার
ভাটিয়ালী ভাওয়াইয়া কত বর্ষা গীত
যমুনার পারে বান ঠেলা ভেলা চড়ে
কিংবা ভরাট দুপুরে জমাট আড্ডায়।
আমার মন-মরুকে ভেজাও আবার
তেমন করেই শুধু– দেহ থাক শুষ্ক।
তুমি নামলেই আমি পাবো অবসর,
নাগরিক ঘড় ঘড় গ্নানি থেকে মুক্তি,
আলস্য উর্বর। দু’হাতে কুড়াবো রূপ
জীবনের শুধু। শুষ্ক হৃদয়ের রস
সেই কবেই না গেছে শুকিয়ে– চৌচির
হয়ে তবু বেঁচে আছে পৃথিবীর পাতে।
এবার ভেজাও জবজবে ফুরসতে।
এভাবে শরীর বেঁচে থাকলেও জেনো
হৃদয় হয় স্বল্পায়ু শরীরের চেয়ে।
আর মৃত হৃদয়ের থাকে না দেবার
কিছুই জগতে। বাকি সময় যে তার
কাটে শুধু নিজেকেই টানা-হেঁচড়ায়।
Be the first to comment