যে আমার মূল্য বোঝে
-শাহীনুর ইসলাম
যে আমার মূল্য বোঝে যারে আমি বেড়াই খুঁজে
সে ঘুমায় কোন ঘরে নির্বিকার চোখ বুজে।।
যে আমার মূল্য বোঝে।
যে আমার মেঘলা আকাশ একলা দুপুর পথে
মন খারাপের বিবর থেকে তুলে নেবে হাতে
তারে আমি বেড়াই খুঁজে নিশিদিন, সকাল-সাঁঝে।।
যে আমার মূল্য বোঝে।
যে আমার হিমেল বাতাস বিকেল-এর প্রান্ত জুড়ে
গভীর চাওয়ায় নিবিড় ছোঁয়ায় দেবে যে বুক ভরে
তারে আমি বেড়াই খুঁজে মানুষ ভরা দুনিয়া মাঝে।।
যে আমার মূল্য বোঝে।
যে আমার মগ্ন সময় স্বপ্নভরা সুর-বাঁশি
কানে কানে বাজিয়ে যাবে, ‘ভালোবাসি’ ‘ভালোবাসি’।
তারে আমি বেড়াই খুঁজে আমার সকল কাজ-অকাজে।।
যে আমার মূল্য বোঝে যারে আমি বেড়াই খুঁজে
সে ঘুমায় কোন ঘরে নির্বিকার চোখ বুজে।।
যে আমার মূল্য বোঝে।
Copyright © 2017 by the lyricist
Be the first to comment