![জোনাকি](https://bangla.musitrature.com/wp-content/uploads/2016/08/lake-1429655_1280-678x381.jpg)
গীতিকবিতা
শাহীনুর ইসলাম
সব ভুলে ভাল আছি
তুমিও ভাল থেকো
তুমিও ভাল থেকো।।
ভুলেছি বিগত ব্যথা
মুছেছি অশ্রু-গাথা
চাইলেই পাবো না কেউ
তরঙ্গ-উচ্ছ্বাস বেলা।
তুমিও ভাল থেকো
শেষ হোক এ খেলা।
সব ভুলে ভাল আছি
তুমিও ভাল থেকো
তুমিও ভাল থেকো।।
রাত শেষে শিশির
ভোলে সব স্মৃতির
নতুন সুর নিশির
প্রাণে জাগে ঝির ঝির।
ভুলেছি জোনাকি-সন্ধ্যা,
প্রথম রজনীগন্ধা।
ভুলকেও ভুলে গেছি
এভাবেই বেশ আছি।
তুমিও ভাল থেকো
তুমিও ভাল থেকো।
সব ভুলে ভাল আছি
তুমিও ভাল থেকো
তুমিও ভাল থেকো।।
Be the first to comment