স্মৃতি




স্মৃতি

শাহীনুর ইসলাম

স্মৃতি ভোলা যেতে পারে, কিন্তু মোছা যায় না। ভোলা যায় বলেই বয়সের সাথে সাথে আমরা নিত্যদিনের অন্য সব কাজ করতে পারি। আবার যে কারণে ভুলতে চাই সে কারণটাকেও অন্য জায়গায় স্থাপন করি জীবনেরই প্রয়োজনে। আর মোছা যায় না কারণ মুছতে গেলে নিজেদের অস্তিত্ত্বই আরর থাকে না। সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি সবই জীবনের অমূল্য সম্পদ। স্মৃতি না থাকলে সম্মুখে এগোতে পারতাম না আমরা  তা যদিও সম্মুখ যাত্রাকে থামিয়ে দেয়। কিন্তু এ থামানোর মানে হচ্ছে দেখে শুনে অগ্রযাত্রার পথকেই মসৃণ করা। আমাদের যাত্রা কেমন হবে, কোন পথে হবে, সেটা অতীত স্মৃতিই ঠিক করে দেয়। সেক্ষেত্রে স্মৃতি পরিচালক বা নির্দেশকের কাজটি করে থাকে। এ জন্য স্মৃতির ভাল নাম দেয়া যেতে পারে ‘অভিজ্ঞতা’। তবুও আমরা চাই সব স্মৃতি সুখের হোক। কিন্তু স্মৃতির চরিত্রকে তো মানতে হবে। এর বাইরে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই।
জগতের সকল স্মৃতিধর এবং স্মৃতিধরা প্রাণী ভাল থাক!




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*