বাইকু বা কবিতার ছোটগল্প
-শাহীনুর ইসলাম
৫১
একটি সন্তান
অতীব ভালবাসা
পঙ্গু যে জীবন।
৫২
শাসক গোষ্ঠী
বেশি তোষামোদ
দ্রুত প্রমোশন।
৫৩
রমযান মাস
সংযমের মাস
বাজার যে ফাঁকা।
৫৪
বাইশে শ্রাবণ
হারানো সে ধন
ভেজায় নয়ন।
৫৫
জীবনানন্দ
চিলের স্পন্দ
মগ্নচৈতন্যে।
৫৬
কাজী নজরুল
যেন ভীমরুল
শাসকের গালে।
৫৭
ঈদের ঢাকা
থাকে যে ফাঁকা
উল্টো ঢাকা।
৫৮
ফেসবুকে
বাপ ভাই
ফ্রেন্ড সবাই।
৫৯
দুঃখের গানে
দুঃখ বিনাশে
মন ফিরে আসে।
৬০
নিঝুম নিশীথে
জানালার ফাঁকে
চাঁদ যে তাকায়।
৬১
মায়ের মায়া
জীবন ছায়া
জগৎ রোদে।
৬২
অহেতুক হর্ন
শব্দ দূষণ
খিটখেটে মেজাজ।
৬৩
ভেজাল খাবার
রুগি বেশি
ডাক্তার খুশি।
৬৪
টিভি চ্যানেল
হাতে রিমোট
অস্থিরতা।
৬৫
মুরগী জীবন
খাঁচায় বন্দী
খদ্দের খুশি।
৬৬
নিশীথ রাতে
কুকুর ডাকে
আঁধার চিরে।
৬৭
টিনের চালে বৃষ্টি
ঝমঝম ঝমঝম
অন্য শব্দে দেয় দম।
৬৮
আগস্টের পনের
শুধু নয় যে শোকেরও
নূতন এক বোধেরও।
৬৯
মাছরাঙায়
মন চাঙ্গায়
জলে কিংবা ডাঙ্গায়।
৭০
ফেসবুক
নিয়েছে সময়
দিয়েছে সুখ?
copyright © 2017 by the author
Be the first to comment