হরিণেরা বৃথা বাঁচে
-শাহীনুর ইসলাম
এ পৃথিবী হরিণের জন্য নয় চিরদিন সুসময়;
হরিণেরা বৃথা বাঁচে সবুজ ঘাসের লোভে,
যে ঘাসে তাদের অতি সুপুষ্ট শরীর
সুরভিত হয়ে ওঠে, আর চুম্বকের ন্যায় কাছে টানে
বৈরী বাঘের প্রাণঘাতী ঘ্রাণ;
বাওয়ালি নয় যে তারা, শুধু সহজ শিকার।
আর সব মানবের মতো নেই তাদের কোনো অমানবিক অস্ত্র
কিংবা গোমাংসের মতো নেই কোনো চর্বিযুক্ত ধীর-স্থির
প্রতিশোধ নেয়ার গোপন হাতিয়ার
কিংবা নেই
চিতল মাছের মৃত্যু পরবর্তী মানুষের গলাবিদ্ধ কাঁটা।
হরিণেরা তবু বৃথা বাঁচে জীবন অমূল্য ভেবে;
ঘাসের মেঁতিস ছলনায় বন্দী হয়ে মরে নিরবধি
আর ছলনার ঘেরাটোপে আঁকা থাকে ছোপে ছোপে
সর্বাঙ্গে ফুটকি মরণের।
তবুও বাঁচার সাধ তাদের অক্ষয় অবিরল
হোক না জীবন তুচ্ছ অতি নিমিষে গরল।
পৃথিবীর রূপ করে অপরূপ বনে বনে জাগায় যে প্রাণ,
সকলেই বাঁচে ধার করে তাদের হৃদয় পোড়ানোর ঘ্রাণ।
হরিণেরা তবু বৃথা বাঁচে নিজেদের তরে।
সবুজ ঘাসের প্রলোভনে তাদের জীবন
নিজেকে বিকিয়ে দেয় বিনামূল্যে মরণের কাছে।
হরিণেরা তাই বৃথা বাঁচে
হরিণেরা তবু বৃথা নাচে
সবুজের মুদ্রা-লয়-তাল-ছন্দে।
Be the first to comment