গন্ধগুচ্ছ-১

কবিতা




গন্ধগুচ্ছ-১

-শাহীনুর ইসলাম


এবার আমি আঁধার হবো

ল্যামপোস্ট সব গিলেই খাবো।

পৃথিবীর এত আলো, এত রঙ-আধার

তবু যেন সব আঁধারের অধিকার।

দিনের সূর্যটা আছে যে উষ্ণ গোঁ ধরে—

চুমু খাবে সুশীতল তুষার-অধরে।

প্রকৃতি প্রকৃতই রেখেছে কৃতি

ঘাসের ফ্রেমে বেঁধেছে রাতের ঘর্মাক্ত স্মৃতি।

প্রেমিক শ্রমিক এক পাথর খনির

খুঁট খুঁট শব্দ করে পেটায় হাতুড়ি

কিছু যদি চমকায় মুক্তা ও মনির।

জলের অস্থিতে কেউ যে পায় না স্বস্থি

আঘাতের চিহ্ন ব্যতিরেকে।

বোধের কাক দিচ্ছে ডাক ইচ্ছেগুলো নিচ্ছে মোড়

কোকিল ভেবে ভুল করেছো এবার তোমার ভাঙবে ঘোর।

ইচ্ছে ছিল তৃণ ডগায় মেঘের গান বাজাবো

আশপাশের লতাপাতায় জলের প্রাণ জাগাবো

ইচ্ছে মোর দূর আকাশে বাস্প হল আজ

বৃষ্টি হয়ে ঝরলো না সে—বৃথাই সব কাজ।

এভাবেই খোঁজে তারা সুখ—

অবচেতন মনের মতন অভদ্র হয়ে

ঘাসের ডগা কামড়ায় যেমন

শরণার্থী শিশিরের বুক।

১০

পরাণ আমার কেঁদে কেঁদে খুঁজে ফেরে নদীটিরে

বটের মায়ায় শিরিষ শাখায় দোয়েলের শিসটিরে।।


Copyright © 2017 by the poet




2 Comments

Leave a Reply to Musitrature Cancel reply

Your email address will not be published.


*