হে বিজন পথের পথিক
শাহীনুর ইসলাম
হে বিজন পথের পথিক! তুমি বলেছিলে ঠিক—
পথে আবার দেখা হলে ভুলে যাবে দিক।।
হে বিজন পথের পথিক!
আ আ আ…..আ আ আ
সময়ের জমিন জুড়ে অসময়ের যে গোলাপ ফোটে
তার সুবাস কাঁটা হয়ে বেঁধে পথে-ঘাটে।
এলোমেলো হাওয়ায় তাই ছুটবে দিগ্বিদিক।।
হে বিজন পথের পথিক! তুমি বলেছিলে ঠিক—
পথে আবার দেখা হলে ভুলে যাবে দিক।।
হে বিজন পথের পথিক!
চোখে খুঁজে পাবে আবার হারানো সেই নদী
ডুবে যাবে অতলে তার বারেক তাকাও যদি।
অজান্তে মনের কোণে পাবে জলের চিক।।
হে বিজন পথের পথিক! তুমি বলেছিলে ঠিক—
পথে আবার দেখা হলে ভুলে যাবে দিক।।
হে বিজন পথের পথিক!
copyright © 2017 by the lyricist
Be the first to comment